Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ঋণ কার্যক্রম
বিস্তারিত

সেবার নামঃ ঋণ কার্যক্রম

সেবা প্রদানকারী অফিসের নাম

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী

সেবা প্রাপ্তির স্থান

প্রয়োজনীয় সময়

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয়, পুঠিয়া, রাজশাহী।

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, পুঠিয়া, রাজশাহী।

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয়, পুঠিয়া, রাজশাহী।

১৫ দিন

 

সেবা প্রদান পদ্ধতি

অনুমোদিত দল/সমিতির সদস্যগণকে  ঋণের জন্য  আবেদনপত্র  পূরণ করে সমিতি/দলের ম্যানেজারের নিকট জমা করতে হয়। ম্যানেজার কর্তৃক সমিতির সকল সদস্যের ঋণের আবেদন ব্যবস্থাপনা কমিটির সভায় উপস্থাপন ও দলের/সদস্যদের মোট ঋণের কাগজ প্রস্তুত করা হয়। ম্যানেজার কর্তৃক প্রস্তুতকৃত কাগজপত্রসহ দলের সকল সদস্যের ঋণ আবেদনপত্র উপজেলা দপ্তরে প্রেরণ/দাখিল করেন। উপজেলা পল্লী উন্নয়ন দপ্তরে ঋণ আবেদন যাচাই-বাছাই করার জন্য ঋণ বাছাই কমিটিতে উপস্থাপন করা হয়। ঋণ বাছাই কমিটির সভায় সিদ্ধান্ত গ্রহণ ও উপজেলা ঋণ কমিটির নিকট প্রেরণ করা হয়। উপজেলা ঋণ কমিটি কর্তৃক সিদ্ধান্ত গ্রহণ করে ক্ষেত্রবিশেষে উপপরিচালকের অনুমোদন গ্রহণ করা হয়। পরবর্তীতে ম্যানেজারকে ঋণ অনুমোদন সম্পর্কে অবহিত করে/ঋণ কমিটির সুপারিশক্রমে সদস্যওয়ারী ঋণ প্রদান করা হয়। বিতরণকৃত ঋণ নীতিমালা অনুযায়ী মাঠ সংগঠক কর্তৃক আদায়পূর্বক ঋণের হিসাব সদস্যের ঋণ পাসবহিতে লিপিবদ্ধ করা হয় ও ঋণ খতিয়ানে লিখা হয়। আদায়কৃত ঋণের টাকা তিন পার্ট জমা স্লিপের মাধ্যমে ব্যাংকে জমা করা হয়। মাঠসংগঠক কর্তৃক ব্যাংক জমা স্লিপ সমিতির ম্যানেজারের নিকট ও উপজেলা দপ্তরে জমা করা হয়। হিসাবরক্ষক কর্তৃক ব্যাংক স্লিপসহ শর্টিং শিট প্রস্তুত, ঋণ লেজার ও ক্যাশবহি লেখার পর মাসিক আদায় প্রতিবেদন প্রস্তুত এবং প্রেরণ করা হয়।

সেবা প্রাপ্তির শর্তাবলি

বিআরডিবির দল/সমিতির সদস্য হতে হবে, আয় বৃদ্ধিমূলক প্রকল্প থাকতে হবে

প্রয়োজনীয় কাগজপত্র

১। পূরণকৃত আবেদনপত্র এক সেট

২। জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি

৩। সমিতি/ দলের সভার কার্যবিবরণী

৪। পাসপোর্ট সাইজের সদ্য তোলা ২ কপি ছবি

৫। পাসবহি

৬। সমিতি/দলের একীভূত ঋণ আবেদনপত্র

৭। ব্যক্তি ও দলীয় ডি.পি নোট

প্রয়োজনীয় ফি

৩০-৫০ টাকা

সংশ্লিষ্ট আইন ও বিধি

ক্ষুদ্রঋণ নীতিমালা, ২০০৩ ও ২০১১ এবং প্রকল্প বাস্তবায়ন নীতিমালা

সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা

উপপরিচালক, রাজশাহী